বরাবর,
চেয়ারম্যান সাহেব
৮নং তরগাঁও ইউনিয়ন পরিষদ তারিখঃ
কাপাসিয়া, গাজীপুর ।
বিষয়ঃ মারধোর সহ শারিরিক নির্যাতন করা প্রসঙ্গে অভিযোগ ।
বাদীঃ বিবাদীঃ
(১) রত্না, স্বামীঃ -সামাদ, (১) সামাদ, পিতাঃ সফুর উদ্দিন,
গ্রামঃ নবীপুর, পোঃ তরগাঁও, ওয়ার্ড-০৩, গ্রামঃ নবীপুর, পোঃ তরগাঁও, ওয়ার্ড-০৩,
উপঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর । উপঃ কাপাসিয়া, জেলাঃ গাজীপুর ।
জনাব,
সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, উপরেল্লেখিত ১ নং বিবাদী আমার স্বামী । আজ সকাল ৮ টার সময় বিবাদী আমাকে অনেক মারধোর করে মেরে শরীরে জখম করলে কাঠের আঘাতে নিচের ঠোঁট ও পিঠ থেকে রক্ত বের হয় । আমার স্বামী কে সকালে বাজার আনতে বললে তিনি উত্তর দেন আমি বাপের বাড়ী থেকে টাকা এনে দিতে টাকা না আনতে পারলে বাপের বাড়ী চলে যেতে । তিনি আরও বলেন বিয়ের সময় নাকি টাকা দেওয়ার কথা ছিল । উল্লেখ্য যে, আমি আমার স্বামীকে বিয়ের পর ১ম বার ৫৫,০০০/- ( পঞ্চান্ন হাজার ) আমি আমার বাপের বারি থেকে এনে দেই, ২য় বার ৩০,০০০/- ( ত্রিশ হাজার ), ৩য় বার ২০,০০০।-( বিশ হাজার ) টাকা দেই । বিবাদী প্রায়ই কয়েকদিন পর পর এই ভাবে টাকা চেয়ে বিনা কারনে আমাকে মারধোর করে ।
অতএব, হুজুর সমীপে বিনীত প্রাথনা, উপরোক্ত সমস্যাটি পর্যালোচনা করে আমার সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে জনাবের যেন সু- আজ্ঞা হয় ।
নিবেদক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস