বরাবর,
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত,গাজীপুর ।
বিষয়ঃ -সি, আর, মোকদ্দমা নং ৪১৫, তাং ২৩-১০-২০১২-ইং ,
সূত্রঃ স্মারক নং-৯০৫/১২সিনি/জুডি/ম্যাজি/গাজীপুর, তাং-২০-১১-২০১২ ইং ।
জনাব,
উল্লেখিত সূত্র ও স্মারক মোতাবেক সি, আর মোকদ্দমা নং -৪১৫/১২,তাং ২৩- ১০-২০১২-ইং , মোকদ্দমার তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্বভার আমার উপর ন্যস্ত হওয়ায় আমি তদন্ত কাজের অগ্রগতির লক্ষ্যে নোটিশের মাধ্যমে উভয় পক্ষকে অবগত করাই ।মামলার বাদী তরগাঁও ইউনিয়ন পরিষদের একজন সন্মানিত সাবেক চেয়ারম্যান । মোকদ্দমায় উল্লেখিত ব্যাপারটি একটি সালিশে উপস্থিত অত্র ইউনিয়ন পরিষদের আরেক সাবেক চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন সাহেবের সামনেই ঘটিয়াছে এবং তিনিই অত্র মোকদ্দমার প্রধান স্বাক্ষী । সুতরাং আরজিতে উল্লেখিত সকল ঘটনাবলীই সত্য বলিয়া প্রমানিত হইয়াছে । যেহেতু ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ও অনাকাঙ্খিত বিধায়, স্থানীয় গণ্য মান্য ব্যক্তিগনের সুপরামর্শে সকল বিবাদীগন উক্ত ঘটনার ব্যাপারে ভুল স্বীকার করায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর কোন পূনরাবৃত্তি ঘটিবে না মর্মে অঙ্গিকার করায় ও বাদীর সম্মতিক্রমে ব্যাপারটি স্থানীয়ভাবে আপোষে মীমাংসায় নিষ্পত্তি করা হয় । বিবাদী গণকে ভবিষ্যতের জন্য সতর্কীকরণ করা হয় । সুতরাং স্থানীয় আপোষ নামাই অত্র মামলার প্রতিবেদন হিসাবে প্রেরন করা হইল ।
অতএব, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ।
নিবেদক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস