এক নজরে তরগাঁও ইউনিয়ন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিজ্যবাহী ইউনিয়ন তরগাঁও । এর দক্ষিণ ও পঃ দিকে শীতলক্ষ্যা ( বানার ) নদী । পূর্বে ঘাগটিয়া ইউনিয়ন । উত্তরে রায়েদ ইউনিয়ন । এই গ্রামের পাশের গ্রামে বাংলাদেশর প্রথম প্রধান মন্ত্রীর জন্মস্থান । অসংখ্য পুকুর,খাল, বিল আর সবুজ প্রন্তরে ঘেরা এই তরগাঁও । ঢাকা থেকে দুরত্বঃ ৬০ কিঃ মিঃ (প্রায়) গাজীপুর থেকে দূরত্বঃ ৩৫ কিঃ মিঃ( প্রায়) আয়তনঃ প্রায় ১৪,০০ বর্গ কিলোমিটার । মোট গ্রামের সংখ্যাঃ ১৭ টি গ্রাম । জনসংখ্যাঃ প্রায় ৪১,৩৯৩ জন (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে )। শিক্ষিতের হারঃ ৫৩,২% প্রায় । সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২২ টি । বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৩ টি । উচ্চ বিদ্যালয়ঃ ০৯ টি । মাদ্রাসাঃ ০৩ টি । মসজিদঃ ২২ টি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস