ক্রমিক নং | এনজিও সংস্থার নাম | অবস্থান | সেবার ধরন | সদস্য/ সেবা গ্রহন কারীর সদস্য |
০১ | ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) | এরিয়া অফিসঃ ক্যাডেট আবাসিক এলাকা পুলিশ লাইন গাজীপুর
কর্ম এলাকাঃ তরগাঁও ইউনিয়ন ও কড়িহাতা ইউনিয়ন পরিষদ | প্রাক প্রাথমিক শিক্ষা, শিখন সাথী কার্যক্রম, কমিনিউটি আফটার স্কুল সারর্কেল (সিএসি) শিশুদের স্বাস্থ্য সেবা,অবিভাবকদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সচেতনতা সৃষ্টি, প্রথম দ্বিতীয় শ্রেনির অবিভাবকদের নিয়ে প্রতিমাসে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কার্য ক্রম পরিচালনা, এসএমসি ও কমিনিটিকে স্কলের সাথে সম্পৃক্ত করন | প্রাকপ্রথমিক শিশু- ৫৪০জন প্রাকপ্রথমিক অভিবাবক -৫৪০ জন প্রথম ও দ্বীতীয় শ্রেনির অবিভাক-(২৭০+২৫৫) জন প্রথম ও দ্বীতীয় শ্রেনির শিশু-(২৭০+৩৫৫) সর্বমোট উপকার ভোগী শিশুর সংখ্যা সংখ্যা-২২৩০ জন |
| ||||
| ||||
ব্র্যাকঃ-
ব্র্যাক (ইংরেজি: BRAC) একটি বাংলাদেশী সাহায্য সংস্থা। ২০১২ সালের নভেম্বরেরর পরিসংখ্যান অনুযায়ী কর্মী ও সাহায্য প্রার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে এটি পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা।[১][২][৩][৪] এটি পূর্বে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন এ্যাসিস্ট্যান্স কমিটি নামে পরিচিত ছিল যা বর্তমানে বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি নামে পরিচিত। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশ ছাড়াও বর্তমানে আফগানিস্তান, শ্রীলংকা সহ বেশ কয়েকটি দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছে। প্রতিষ্ঠানটির ৮০% কর্মকাণ্ডই চলে নিজেদের অর্থায়নে।
ব্র্যাক ইউনিভার্সিটি,ব্র্যাক ব্যাংক ব্র্যাকের একটি অঙ্গসংগঠন।
আমাদের তরগাওঁ ইউনিয়নে দারিদ্র দূরীকরনে নিন্মক্ত কিছু এন জি ও প্রতিব্ঠান কাজ করছে। নিচে তার নাম দেওয়া হলোঃ
১। গ্রামীন ব্যাংক
২। ব্র্যাক বি ডি পি
৩। আশা
৪। পদক্ষেপ
৫। ব্র্যাক ( শিক্ষা)
৬। প্রিদীম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস