বিদ্যালয়টি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ৩ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন।
১৯৫৬ সালে বাঘিয়া গ্রামের লোকদের উৎসাহ উদ্দিপনায় জনাব আমীন উদ্দিন খান এলাকার লোকদের শিক্ষিত করার উদ্দেশে সকলের সযোগীতায় ১ টি চালা ঘর তোইরী করে লেখাপড়ার কার্যক্রম শুরু করেন।১৯৬৯ সালে সরকারের ২০,০০০৳ অনুদানে বর্তমানে যে ভবন টি রয়েছে তা তোইরী করা হয়।
সভাপতিঃ মোঃ কামরুল হক।
মোট সদস্য সংখ্যা ১১ জন।
১০০%
৭৫%
অর্জনঃ ডাক্তার, সচিব, নার্স, এস এই, শিক্ষক, ইঞ্জিনিয়ার,
পরিকল্পনাঃ ভবিষ্যতে চারদিক দেয়াল প্রাচীর ও বিদ্যালয়টি দ্বিতল ভবন করার ইচ্ছা প্রকাশ।
যোগাযোগঃ সুগম ।
যোগাযোগঃ সুগম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস