আমাদের বিদ্যালয়টি বি গ্রেড ভোক্ত। বিদ্যালয়ে অফিস সহ মোট ৪ টি রোম আছে। সামনে একটি ছোট মাঠ আছে ।ছোট ছোট ৩ টি বাগান আছে । বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৪ জন ।
কি বিদ্যালয়টি ১৯৪১ সনে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এ কে শফিউদ্দিন আহ মেদ নিজ জমিতে নিজেই ঘর দরজা করিয়া কাজ শুরু করেন। আস্তে আস্তে বিদ্যালয়টি শিশু শ্রেনী হইতে ১০ম শ্রেনীতে রুপান্তর করেন।পরে প্রথমিক বিদ্যালয়টি হাই স্কুল হইতে প্রাইমারী স্কুল ভাগ করিয়া সরকারী রেজিস্ট্রেশন লাভ করিয়া অধ্যাবদি কোহিনুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত হইয়া আসিতেছে।
সভাপতিঃ আশরাফ উদ্দিন আহমেদ।
কমিটির তথ্যঃ
কমিটি ১১ সদস্য বিশিষ্ট; ১ জন সভাপতি; ১ জন সহ সভাপতি; ১ জন ওয়ার্ড মেম্বার; বিদ্যানুরাগি মহিলা ও পুরুষ নিয়ে গঠিত।
২০০৮ সন-৮৭%; ২০০৯ সন-৫৩%; ২০১০ সন-১০০%; ২০১১ সন-১০০%; ২০১২ সন-১০০%
বিদ্যালয়টিতে উপ বৃত্তি কার্যক্রম চলমান।
প্রতি বছর ১০০% পাশের হার।
একটি আদর্শ বিদ্যালয় গঠন করা।
সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস