১৯৯৮ সালে বিদ্যুৎসাহী দিদার বেপারীর উদ্যোগে বিদ্যালয়টি স্থাপন করা হয়। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মোঃ সব জালী পন্ডিত। বিদ্যালয়ের সামনে ১ টি বড় খেলার মাঠ আছে। পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী ।বিদ্যালয়ের ফলাফল ভাল, ভৌত অবকাঠামো সূচনীয়।
সভাপতিঃ মুহাম্মদ শহদুল্লাহ ।
কমিটির তথ্যঃ সভাপতি ১ জন, অভিভাবক সদস্য-৪ জন, বিদুয়তসাহী-২ জন, জমিদাতা-১ জন, শিক্ষক প্রতিনিধি- ১ জন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি-১ জন,
বৃত্তি প্রাপ্ত টেলেন্টপুল- ১৮ জন, সাধারন-৬ জন, পাশের হার-১০০%
উপবৃত্তি কার্যক্রম চালু আছে ।
১৯৯৫ সাল থেকে ১০০% পাশ সহ ব্রিত্তি পরীক্ষায় টেলেন্টপুল ও সাধারন বৃত্তি পেয়ে উপজেলায় ২য় ও ৩য় স্থান অর্জন।
সর্ব শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা ।
সড়ক পথ ও নদীপথ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস